• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অভিনেতা জামাল পাটোয়ারী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২০, ১৫:৫৯
Jamal Patwari
জামাল পাটোয়ারী

মানহানিকর ফেসবুক পোস্ট, কুরুচিপূর্ণ ভিডিও প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চলচ্চিত্র অভিনেতা জামাল পাটোয়ারী।

আজ (১৪ আগস্ট) অভিনেতার ঢাকার বাসা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।

জামাল পাটোয়ারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। অভিযোগ মানহানিকর ফেসবুক পোস্ট, কুরুচিপূর্ণ ভিডিও প্রচার। যার মামলা নম্বর ৮/১৭৮।

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘জামাল পাটোয়ারী ফেসবুকে বিভিন্ন সময় আমাকে নিয়ে বানোয়াট ভিত্তিহীন কথা বলেছে। যার জন্য আমার সম্মানহানি ঘটেছে। এমন কিছু মিথ্যা নোংরা কথা বলেছেন, যা আমাকে সামাজিকভাবে হেয় করেছে। এ কাজ তিনি একবার করেননি, একাধিকবার করেছেন। ভিত্তিহীন তথ্য পরিবেশন করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরকম মিথ্যা-বানোয়াট, কুরুচিপূর্ণ ভিডিও যারা প্রকাশ করছে ও এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

জামাল পাটোয়ারী বেশ কয়েকটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
শাকিব খানের জন্মদিনে জায়েদের নতুন ঘোষণা
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
X
Fresh