logo
  • ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০, ৩ আশ্বিন ১৪২৭

'সড়ক টু'র ট্রেলারে ডিজলাইকের ঝড় (ভিডিও) 

  বিনোদন ডেস্ক

|  ১৩ আগস্ট ২০২০, ১৫:১১ | আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৫:২২
Sarak 2,
সড়ক টু'র দৃশ্য।
১৯৯১ সালের হিট ছবি সড়ক-এর সিক্যুয়েল সড়ক টু এখন মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে ছবির ট্রেলার প্রকাশ হয়েছে।

সড়ক টু'র সিক্যুয়েলে সঞ্জয় দত্তের সঙ্গে আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুর স্ক্রিন শেয়ার করবেন বলেও করা হয় ঘোষণা। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সড়ক টু-কে স্বজনপোষণের ফসল বলে মনে করছেন নেট জনতার একটা বিরাট অংশ। 

অনেক দর্শকরা সড়ক টু কেউ দেখবেন না বলে মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। সেই প্রভাবই এবার পড়ল সড়ক টু-এর ট্রেলার মুক্তি পাবার পর।

ইউটিউবে ট্রেলার প্রকাশের পর ডিজলাইকের ঝড় বয়ে গেছে। ১ দিনের মধ্যেই প্রায় ৬ লাখ ডিজলাইকের পাশাপাশি সড়ক টু-কে নিয়ে তৈরি হয়েছে নানা মিম।

ছবিতে আলিয়া ভাট, সঞ্জয় দত্তের পাশাপাশি রয়েছেন আদিত্য রয় কাপুরও। সড়ক টু নিয়ে নেট জনতার ক্ষোভের পাশাপাশি তোপ দাগতে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদও। সড়ক টু-এর ট্রেলার হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ শুরু করে ভিএইচপি। 

এম
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়