logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

সঞ্জয়কে নিয়ে গুজব না ছড়াতে অনুরোধ স্ত্রীর

  বিনোদন ডেস্ক

|  ১২ আগস্ট ২০২০, ১৭:৪১ | আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:৫২
Actor Sanjay Dutt has been diagnosed with lung cancer
ছবিতে স্ত্রীর সঙ্গে সঞ্জয়।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্ত। মঙ্গলবার রাতেই খবর আসে স্টেজ থ্রি-তে রয়েছেন অভিনেতা। কিছু সংবাদমাধ্যমে আবার লেখা হয়, তিনি স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত। 

সঞ্জয়কে চিকিৎসার জন্য আমেরিকা যেতে হবে। এমন অবস্থায় সঞ্জয়ের স্ত্রী মান্যতা জানান, 'দেশের মানুষ সঞ্জয়ের দ্রুত আরোগ্য কামনায় যেভাবে প্রার্থনা করছেন তাতে পরিবারের পক্ষ থেকে আমরা অভিভূত। তবে সঞ্জয়ের সব ভক্তকে অনুরোধ করছি, প্লিজ কেউ ওর অসুস্থতা নিয়ে ভুল তথ্য দেয়া বা গুজব ছড়াবেন না। 

তিনি আরও জানান, আমাদের পরিবারকে বেশ কিছু বছর ধরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এবারও আমরা এই ঝড় পেরিয়ে যাব।'

মান্যতা বলেন, 'সঞ্জু সব পরিস্থিতিতেই একজন যোদ্ধা হিসেবে কাজ করেছে। সঙ্গে পরিবারকেও পেয়েছে। ঈশ্বর আবার তাকে পরীক্ষার মুখে ফেললেন। এই মুহূর্তে সকলের আশীর্বাদ আর শুভেচ্ছা চাই। আমরা এই যুদ্ধ জয় করে নেবো। এই সুযোগে বরং পজিটিভ শক্তি আর আলো ছড়াই চারিদিকে।'

গেল শনিবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয় দত্ত। শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি করা হন তিনি। তবে তিনি ভালো আছেন বলে স্পষ্ট জানান। এমনকী হাসপাতাল থেকে টুইট করে ভক্তদের জানান যে তিনি সুস্থ আছেন। 

সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তার বোন প্রিয়া দত্ত জানান, ভালো আছেন সঞ্জয়। তবে ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জানান যায়, ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত।

জানা গেছে, শিগগিরই অভিনেতাকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হবে।  

এম  

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়