• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দিল্লী চলচ্চিত্র উৎসবে 'নোলক'র ঘরে দুই পুরস্কার

বিনোদন ডেস্ক

  ১১ আগস্ট ২০২০, ১৪:০২
Nolok, Bobby,
ছবি সংগৃহীত

প্রেক্ষাগৃহে দর্শকের মনজয় করেছে চলচ্চিত্র নোলক। এবার ভারতের দিল্লীতে অনুষ্ঠিত ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও সাফল্য দেখিয়েছে ছবিটি। ঘরে তুলেছে দুটি পুরস্কার। উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে সাকিব সনেট পরিচালিত নোলক।

জনপ্রিয় সিনেমা বিভাগে 'নোলক' ও সেরা গ্লামারাস অভিনেত্রীর পুরস্কার পান চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

উৎসব পরিচালক হর্স নারায়ণ এক ই-মেইল বার্তায় পুরস্কারের বিষয়টি নিশ্চিত করছেন। পাশাপাশি সনদপত্রও পাঠিয়েছেন। জানান ছবির পরিচালক-প্রযোজক সাকিব সনেট।

এ ব্যাপারে ববি আরটিভি নিউজকে বলেন, যেকোনো স্বীকৃতি কাজের প্রতি বাড়তি ভালোবাসা তৈরি করে। আর আমার দেশের চলচ্চিত্র যখন দেশের বাইরের কোনো উৎসবে পুরস্কার পায় সেটি অনেক ভালোলাগার। নোলক টিমের সবার প্রতি কৃতজ্ঞতা। কারণ এই কাজের পেছনে অনেক মানুষের শ্রম ছিল। তাদের পরিশ্রম ও মেধার জন্যই আজকের এই স্বীকৃতি।

উৎসবের বিভিন্ন ক্যাটাগরিতে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা পুরস্কার পেয়েছেন। এর মধ্যে 'মান্টো'র পরিচালক নন্দিতা দাস পেয়েছেন সেরা বায়োপিক্যাল সিনেমার পুরস্কার, পরিচালক বিশাল ভারদ্বাজ পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার 'পটাকা'র জন্য। এছাড়া উৎসবের সেরা অভিনেতা হয়েছেন নওয়াজউদ্দীন সিদ্দিকী। এছাড়া পাকিস্তান ও শ্রীলংকার সিনেমাও একাধিক পুরস্কার পেয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট না দিতে পারায় আফসোস ববির
X
Fresh