• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

‘আরটিভি প্লাস’র ঈদের ষষ্ঠ দিনের আয়োজনে যা থাকছে

বিনোদন ডেস্ক

  ০৬ আগস্ট ২০২০, ১১:৫৯
Rtv Plus,
ছবি সংগৃহীত

ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ (Rtvplus.tv) নিয়ে এসেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদ উল আজহা উপলক্ষে আরটিভি প্লাস সর্বোচ্চ সংখ্যক নাটক নিয়ে হাজির হয়েছে। দর্শকদের নতুন ৩৭ টি কন্টেন্ট উপহার দিচ্ছে তারা। এর মধ্যে রয়েছে একক নাটক ৩১ টি, ৭ পর্বের ধারাবাহিক ২ টি এবং ৪ টি মিউজিক ভিডিও। ঈদের ষষ্ঠ দিনের আয়োজনে আরটিভি প্লাসে যা থাকছে।

নাটক: আমি তোমাকে বলে দেবো। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। সময় দুপুর ২ টায়।

নাটক: ভুলতে বসেছি। পরিচালনায় আজাদ আল মামুন। অভিনয়ে তুরাগ, সনিকা। সময় রাত ৮ টা।

পর্বের ধারাবাহিক নাটক: হৈহৈরৈরৈ। পরিচালনায় মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শামীমা নাজনীন, মুসাকীর সায়েদ, হায়দার মিঠুন। সময় রাত ৮টা ৩০ মিনিট।

নাটক: শোডাউন সাদেক আলী। পরিচালনায় মারুফ মিঠু। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, উর্মিলা শ্রাবন্তী কর। সময় ৯ টা ৩০ মিনিট।

নাটক: মিথ্যা ঘটনা অবলম্বনে। পরিচালনায় মাহমুদ হাসান রানা। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাবিলা নূর, মনিরা মিঠু। সময় রাত ১০ টা ৩০ মিনিট।

৭ পর্বের ধারাবাহিক নাটক: বৌ সামলানো সহজ উপায়। ইমরাউল রাফাত। অভিনয়ে আফরান নিশো, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, মনিরা মিঠু। সময় রাত ১২টায়।

নাটক: দ্যা রিপোর্টার। পরিচালনায় রাজিবুল আলম রাজীব। অভিনয়ে রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, আবুল হায়াত, নাবিলা। সময় রাত ১২ টা ৩০ মিনিট।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh