logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

ভারতের মালায়লাম সিনেমার আইটেম গানে সেই সানাই

  বিনোদন ডেস্ক

|  ০৩ আগস্ট ২০২০, ১৭:০৫ | আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৭:৫৮
Suprova Mahboob Sanayee ,
ছবি সংগৃহীত
ঢাকাই সিনেমায় নাম লিখিয়ে আলোচনায় আসেন সানাই মাহবুব। যদিও তার অভিনীত একটি সিনেমাও এখনো মুক্তি পায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট ও মিউজিক ভিডিওতে তাকে নিয়মিত দেখা গেছে। এবার সানাইকে নিয়ে চমকপ্রদ খবর পাওয়া গেছে।

দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মালায়লাম সিনেমাতে কাজ করেছেন এই মডেল। খবর ইন্ডিয়া টাইমসের।

এ বিষয়ে সানাই জানিয়েছেন, মালায়লাম সিনেমাটির নাম ‘ব্রাহ্মণকৃষ্ণা’। এই ছবিতে আইটেম গানে নাচ করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘এতে আমি একটা আইটেম গানে পারফরম্যান্স করেছি। গানটা গেয়েছেন ভারতের গায়ক মহালক্ষ্মী আইয়ার। গানটিতে আমাকে একটা পুরনো বাড়িতে নাগিন বেশে নাচতে দেখা যাবে।

জানা গেছে, চরম রগরগে কিছু দৃশ্যে তার বিপরীতে মালায়লাম নায়ক উপেন্দ্রকিশোরকে দেখা যাবে।

সানাই আরও বলেন, সম্প্রতি ভারতের কেরালায় গানের কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। সিনেমাটি পরিচালনা করেছেন সেন পাল। আশা করি সিনেমাতে আমার আইটেম গানে পারফরম্যান্স ভারতের দর্শকরা পছন্দ করবেন।

এম

 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়