• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মানবিকতার নজির রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

  ২৮ জুলাই ২০২০, ১২:৪৮
Priyanka Chopra,
ছবি সংগৃহীত

বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আবারও মানুষের পাশে দাঁড়ালেন তিনি। আসামের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থসাহায্য পাঠালেন তিনি।

সোমবার টুইট করে নিজের ভক্তদের আসামের পাশে থাকার আবেদন জানিয়েছেন প্রিয়াঙ্কা।

একটা সময়ে আসামের পর্যটন বিভাগের অ্যাম্বাসেডর ছিলেন প্রিয়াঙ্কা। সেই জায়গা থেকে ওই অঞ্চলের বন্যার ভয়াবহ ছবি তাকে নিজের দায়িত্ববোধ মনে করিয়ে দিয়েছে।

টুইট করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, গোটা বিশ্ব এখন মহামারির সঙ্গে লড়ছে। কিন্তু ভারতের রাজ্য আসামকে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়তে হচ্ছে। বর্ষার প্রবল বৃষ্টিতে প্লাবিত অসম। ওদের এখন সাহায্য দরকার। আসামের জন্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তাদের প্রত্যেককে অভিনেত্রী এবং তার স্বামী নিক অর্থ পাঠিয়েছেন বলে টুইটারে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। খবর ভারতীয় গণমাধ্যমের।

এই মুহূর্তে প্রিয়াঙ্কার দু’টি আমাজন প্রজেক্টে কাজ করছেন। একটি হলো রিয়েলিটি ডান্স শো। নাম ‘সঙ্গীত’। স্বামী নিক জোনাসের সঙ্গে তিনি এর প্রযোজনা করছেন।

এছাড়া হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর ‘ম্যাট্রিক্স’র মতো ছবিতেও অভিনয় করছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে কিয়ানু রিভেসের ‘ম্যাট্রিক্স ৪’র প্রধান চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন:

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জলদস্যু’ হয়ে আসছেন প্রিয়াঙ্কা
মুম্বাই বিমানবন্দরে প্রবেশের সময় আটকে দেওয়া হলো নিককে (ভিডিও)
X
Fresh