• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৬ ক্যাটাগরিতে সেরা 'লা লা ল্যান্ড'

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫১

বিশ্ব চলচ্চিত্রের সবচে' মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ড' বা 'অস্কার' ঘোষণা চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। অস্কারের ২৪টি বিভাগের ১৪টিতে মনোনয়ন পেয়েছে 'লা লা ল্যান্ড' সিনেমাটি।

এ পর্যন্ত ঘোষণা করা ক্যাটাগরির ছয়টিতে সেরার পুরস্কার পেয়েছে সিনেমাটি। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছে এ সিনেমাটি।

সে সঙ্গে এ ছবির জন্য সেরা আবহসঙ্গীত বিভাগে অস্কার জিতেছেন জাস্টিন হারউইট্জ।

আর সেরা গান (বেস্ট সং) বিভাগে অস্কার জিতেছে এ ছবিরই 'সিটি অব স্টারস' গানটি। সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন।

সেরা 'প্রোডাকশন ডিজাইন' ও সেরা পরিচালকের পুরস্কারও জিতেছে রিয়ান গোসলিং এবং এমা স্টোন অভিনীত ছবিটি।

সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ ১৪টি ক্যাটাগরিতে মনোনয়ন পায় মিউজিক্যাল রোমান্স 'লা লা ল্যান্ড'।

লস অ্যাঞ্জেলেস শহরের বাসিন্দা মিয়া ডোল্যান এবং স্বপ্নবাজ তরুণ সেবাস্টিয়ান ওয়াইল্ডারের স্বপ্ন পূরণের কাহিনি নিয়েই তৈরি 'লা লা ল্যান্ড'। অভিনেত্রী হবার স্বপ্নে বিভোর মিয়া এবং পিয়ানো বাদক ওয়াইল্ডারের একে অপরের কাছে আসার গল্প, তাদের প্রেম, বাস্তবতার কঠিন দ্বন্দ্ব এবং বিচ্ছেদের দারুণ গল্প নিয়ে তৈরি মিউজিক্যাল ছবিটিতে।

এফএস/এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh