• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইরানি সিনেমা 'দ্য সেলসম্যান'র অস্কার জয়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৮

২০১২ সালে ইরানি চলচ্চিত্র পরিচালক আসগর ফারহাদি 'অ্যা সেপারেশন' অস্কার জয় করেছিল। এবার অস্কারের ৮৯তম আসরে এই পরিচালকের 'দ্য সেলসম্যান' সেরা বিদেশী ভাষা বিভাগের অস্কার জয় করেছে।

অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে আসগর ফারহাদি পুরস্কার নিতে আসতে পারেননি।

আসগর ফারহাদির পক্ষে জমকালো অনুষ্ঠানে একটি বিবৃতি পড়ে শোনান আনুশেহ আনসারি।

বিবৃতিতে আসগর ফারহাদি বলেন, দ্বিতীয়বারের মতো অস্কার পাওয়া সন্মানের। কিন্তু আমি দুঃখিত যে, আপনাদের সঙ্গে এই রাতে থাকতে পারছি না। আমার অনুপস্থিতিতেও আমারসহ সাতটি মুসলিমপ্রধান দেশের মানুষের যারা একটি অমানবিক নিষেধাজ্ঞার শিকার, তাদের ভালোবাসা রইল আমেরিকান জনগণের প্রতি।
২০১২ সালে অস্কার হাতে আসগর ফারহাদি

এবার ২৪টি বিভাগে মনোনীতদের মধ্য থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হচ্ছে। এ বছর ৩৩৬টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয় সেরা চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য।

সবশেষ চূড়ান্ত মনোনয়ন পায় ৯টি ছবি- অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগার্স, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি ও মুনলাইট।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh