• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইসিইউতে লাকী আখন্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৩

সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক লাকী আখন্দের শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাকে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। গুণী এ শিল্পী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে বাসায় নেয়া হয়েছিল।

লাকী আখন্দের মেয়ে মাম্মিন্তি বলেন, বাবা বাসায় কিছুদিন স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিলেন। রোববার সকালে ‌‌হঠাৎ করেই বাবার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। পরে জরুরি ভিত্তিতে তাকে হাতপাতালে নিয়ে যাই। এরপর আইসিইউতে নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে লাকী আখন্দের।

১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের হয় লাকী আখন্দ। সেই অ্যালবামের এই নীল মণিহার, আমায় ডেকো না, রীতিনীতি জানি না, মামনিয়া, আগে যদি জানতাম গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh