• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

প্রথম সভায় তাবিথকে ডাকবো: আতিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০
আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম
আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিশাল ব্যবধানে এগিয়ে থাকা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ভোটে জয়ী হলে মেয়র হিসেবে প্রথম সভায় তাবিথ আউয়ালকে ডাকব। তার সঙ্গে বসবো।

শনিবার দিনগত মধ্যরাতে হঠাৎ রিটার্নিং কর্মকর্তার ফলাফল পরিবেশন মঞ্চ পরিদর্শনে এসে এমন কথা বলেন তিনি।

এর আগে তিনি রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমসহ সহকারি রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন।

আতিকুল ইসলাম বলেন, তাবিথের নির্বাচনী ইশতেহারে যদি ভালো কিছু থাকে, সেটা আমরা গ্রহণ করবো। সেটা নিয়ে কাজ করবো। আমি বিশ্বাস করি তার ইশতেহারে ভালো কিছু আছে।

ভোট নিয়ে তিনি বলেন, অনেকদিন পর এতো ক্লিন ভোট হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সিদ্ধেশ্বরী স্কুলে এক কেন্দ্রে আমিও ২৯১ ভোট পেয়েছি। তাবিথও ২৯১ ভোট পেয়েছে।

তিনি বলেন, এ ভোটের ফলাফলে আমি সন্তুষ্ট। ভোটার না আসার পেছনে কারণ যানবাহন চলাচল করেনি ও শৈত প্রবাহ ছিল বলেও উল্লেখ করেন আতিক।

এসজে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh