• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৯
ডিএসসিসি ডিএনসিসি ইসি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার পালা। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সকাল থেকে আবহাওয়া ভালো থাকলেও প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম।

নির্বাচন উপলক্ষে ঢাকার দুই সিটি ও নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে ঢাকার দুই সিটির প্রধান সড়কে যান চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় কোনো পরিবহন চলাচল করেনি। এবার এই প্রথম দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে নির্বাচনে।

দুই সিটির ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে ভোট হয়েছে। দুই সিটি মিলিয়ে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী সাড়ে সাতশ।

ঢাকা উত্তরের ৫৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টিতে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া বা মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রতিনিধি মোহাম্মদ জুলহাস উদ্দিন।

অপরদিকে সার্বিকভাবে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করছে নির্বাচন পর্যবেক্ষণে থাকা ইলেকশন মনিটরিং ফোরাম।

অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া ঢাকার দুই সিটিতে ইভিএমে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধ্রুব এষ আইসিইউতে
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
সিইসির বেতন-ভাতা প্রসঙ্গে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
X
Fresh