• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘সাংগঠনিক সক্ষমতা হারানোর কারণে বিএনপির এজেন্ট নেই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৬
‘সাংগঠনিক সক্ষমতা হারানোর কারণে বিএনপির এজেন্ট নেই’
ছবি: সংগৃহীত

সাংগঠনিক সক্ষমতা হারানোর কারণে বিএনপি সব কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি বলে মনে করছে আওয়ামী লীগ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সিটি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি সাংগঠনিকভাবে দেউলিয়ায় পরিণত হয়েছে। এজন্য সব কেন্দ্রে হয়তো এজেন্ট দিতে পারে নাই। এখন উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন মিথ্যাচার দিয়ে দিন শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, তিনি (ইশরাক) নিজে গোপীবাগ শহীদ শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। সেই কেন্দ্রে তিনি যখন ভোট দেন তখন তাদের পোলিং এজেন্ট ছিল না। অথচ তিনি মিথ্যাচার করছে যে, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে।

তিনি বলেন, ইভিএম এমন এক বিজ্ঞানসম্মত ভোট ব্যবস্থা যে, ইভিএম মেশিন থাকলে কোনও ধরনের কোনও পোলিং এজেন্টের দরকার নেই। কারণ ইভিএম মেশিন নিজেই পাহারা দেয়। বুড়ো আঙ্গুলের ছাপ না দেয়া পর্যন্ত কেউই ভোট দিতে পারবে না।