• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বের হতে বললে প্রতিহিত করবেন, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন: সিইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩১

ভোট কেন্দ্র থেকে কোনো কোনো প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, কেন্দ্রে টিকে থাকার জন্য পোলিং এজেন্টদের তো সামর্থ্য থাকতে হবে। বললো বের হয়ে যাও, আর বের হয়ে গেল, এটা হলে তো হবে না। বের হতে বললে তিনি বলবে আমি বের হবো না। তিনি প্রতিহিত করবেন। তারপর কাজ না হলে এজেন্টরা রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের কড়া নির্দেশ আছে যে তারা এজেন্টকে ফের কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে আসবে।

ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরিবেশ তৈরি করেছি। ভোটার আনার দায়িত্ব তো আমাদের না, প্রার্থীদের। তারা ভোটারদের আনবেন।

ভোটের সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি সন্তুষ্ট। এখনো সন্তুষ্ট।

এসএস/সি

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh