• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইয়াং জেনারেশন একটু দেরিতে ঘুম থেকে ওঠে বলে ভোটার কম: রিটার্নিং কর্মকর্তা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৭
ইয়াং জেনারেশন একটু দেরিতে ওঠে ওঠে বলে ভোটার কম: রিটার্নিং কর্মকর্তা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেছেন, যেটা সত্য ভোটার উপস্থিতি আসলে কিছুটা কম। আপনার জানেন গতকাল শুক্রবার ছিল, আজ শনিবার। ইয়াং জেনারেশন একটু দেরিতে উঠে। আমার মনে হয় একটু পরে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই.এ.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আবুল কাসেম বলেন, এখন পর্যন্ত ১৪টি ভোট কেন্দ্রে মারামারি, এজেন্ট বের করে দেয়া, কেন্দ্র দখলের অভিযোগ পেয়েছি। এর মধ্যে বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর ও কুর্মিটোলার অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর তা সমাধান করেছেন।

তিনি জানান, সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল বাড্ডাতে। বিজিবির সঙ্গে অতিরিক্ত র‌্যাব পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
ডিএনসিসির ১০ কর্মকর্তাকে বদলি
‘নতুন করে কোনো গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হবে না’
X
Fresh