logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী (ভিডিও)

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শনিবার সকাল ৮টায়।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি নৌকার মার্কার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন।

ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।

এ সময় তার সঙ্গে দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী উপস্থিত ছিলেন। পরে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এসজে

RTV Drama
RTVPLUS
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়