• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা ইসির দি‌কে তা‌কি‌য়ে আছে: তা‌বিথ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০২০, ১১:৫৩
দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা ইসির দি‌কে তা‌কি‌য়ে আছে: তা‌বিথ

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশনের দি‌কে তা‌কি‌য়ে আছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দি‌কে জাতীয় প্রেস ক্লা‌বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তা‌বিথ আউয়াল বলেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই। ইভিএম এর বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগুচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করে নির্বাচন কেমন হবে।

তি‌নি ব‌লেন, দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।

এ সময় তি‌নি বিভিন্ন সম‌য়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান। এবং সম‌বেদনা প্রকাশ ক‌রেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সা‌বেক সভাপ‌তি ইকবাল সোবাহান চৌধুরী, কোষাদক্ষ শ্যামল দত্ত, সা‌বেক সভাপ‌তি শওকত মাহমুদ, সা‌বেক সাধারণ সম্পাদক আবদাল আহ‌মেদ, সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হো‌সেন, বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়নের সভাপ‌তি রুহুল আমিন হাজী, মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবা‌দিক ইউনিয়নের সভাপতি ‌কাদের গ‌নি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শ‌হিদুল ইসলাম, ‌ডিআরইউর সা‌বেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠনিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী প্রমুখ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
নগরবাসীর কাছে আমি কৃতজ্ঞ : মসিক মেয়র টিটু
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
শেষ হলো ২ সিটির ভোটগ্রহণ, চলছে গণনা
X
Fresh