• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রয়োজন ছাড়া বহিরাগতদের ঢাকায় অবস্থান না করতে ইসির নির্দেশনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০২০, ২১:২৬
প্রয়োজন ছাড়া বহিরাগতদের ঢাকায় অবস্থান না করতে ইসির নির্দেশনা
ফাইল ছবি

ঢাকার দুই সিটি নির্বাচনের সময় জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগতদের রাজধানীতে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ নির্দেশনার কথা বলেন।

তিনি বলেন, যারা ভোটার না এমন কাউকে ভোটের দিন ভোটকেন্দ্রে যেতেও নিরুৎসাহিত করা হচ্ছে। অপ্রয়োজনে ভোটকেন্দ্রে গিয়ে জটলার সৃষ্টি না করে অনুরোধ করা হচ্ছে। এটি করলে যারা ভোট দিতে আসবেন, তাদের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সমস্যার কারণ হতে পারে।

সচিব আলমগীর বলেন, অন্য নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে, এলাকায় ভোটের দিন বাইরের কোনও লোক অবস্থান করতে পারে না। কিন্তু এটা রাজধানী, মানুষকে বিভিন্ন প্রয়োজনে এখানে আসতে হয়। এসব বিষয় বিবেচনা করে অবস্থান বন্ধ করা যাবে না। ঢাকায় ভোটার ছাড়া কোনও লোক থাকতে পারবে না বা বাইরের কেউ আসতে পারবে না এগুলো করা যাবে না। তাই বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে, ভোটের দিন যেন যারা ভোটার না, বিশেষ করে ঢাকায় বহিরাগত, তারা যেন ভোটকেন্দ্রে না আসেন।

তিনি বলেন, এছাড়া আরেকটি অনুরোধ করা হয়েছে, যাদের ভোট দেয়া হয়ে যাবে, তারা যেন সেখানে অবস্থান করে অন্যকে ভোট দেয়ায় বাধার সৃষ্টি না করে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
দ্বিতীয় ধাপে ২০৫৫ জনের মনোনয়নপত্র দাখিল
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
X
Fresh