• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে রাজধানীতে ১৮ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০২০, ১১:৫৮
নির্বাচন রাজধানী যান চলাচল নিষেধাজ্ঞা

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী ৩১ জানুয়ারি দিনগত রাত ১২টার পর থেকে যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। চলবে পরদিন ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সোমবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের আগের রাত ১২টা থেকে নির্বাচনের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, এসইউভি, পিকআপ, বাস, ট্রাক ও অন্যান্য মোটরচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে ২ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে, রিটার্নিং কর্মকর্তাদের অনুমোদন নিয়ে প্রার্থী, তাদের এজেন্ট, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারবেন।

অ্যাম্বুলেন্স, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও টেলিকম প্রভৃতি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

পি

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
ঢাকার যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
X
Fresh