• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সংঘর্ষ প্রত্যাশিত নয়, সুষ্ঠু নির্বাচন চাই : ব্রিটিশ হাইকমিশনার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জানুয়ারি ২০২০, ১৯:৫১
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন
বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সাথে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, ছবি: সংগৃহীত

ঢাকা সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া সবারই কাম্য। সংঘর্ষ প্রত্যাশিত নয়। আমি আশা করবো একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি। বললেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রোববার দুপুরে রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনে প্রতিযোগিতায় সংঘর্ষ কোনোভাবেই হওয়া উচিত নয়।

রোববার দুপুরে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সাথে দেখা করে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

রবার্ট চ্যাটার্টন বলেন, আমি সব মেয়র প্রার্থীর সাথে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সাথে দেখা করতে এসেছি। আমি ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, তারা কিভাবে নির্বাচন পরিচালনা করছে সে বিষয়ে কথা হয়েছে।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh