• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ পরিকল্পনা নিয়ে গণসংযোগে নেমেছেন তাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০২০, ১৫:২৪
পাঁচ পরিকল্পনা নিয়ে গণসংযোগে নেমেছেন তাপস

ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত এবং উন্নত ঢাকা এই পাঁচ পরিকল্পনা নিয়ে গণসংযোগে নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ওয়ারী থানা সংলগ্ন গড়িয়া মঠ এলাকা থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন তিনি।

তাপস বলেন, নাগরিকদের মৌলিক সুবিধা ও উন্নয়ন নিশ্চিত করতে ঢাকাবাসীর জন্য বৃহৎ পরিসরে কাজ করা ও দৃঢ় পদক্ষেপ নেয়া জরুরি। সেই তাগিদেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। আমার পরিকল্পনা ও পূর্ণাঙ্গ ইশতেহার দেখে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

তিনি বলেন, ঢাকার ঐতিহ্য বজায় রেখে একটি সুন্দর সচল ও উন্নত ঢাকার যাবতীয় মৌলিক সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে এসেছি।

গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ নগর আওয়ামী লীগ ও যুবলীগ এবং অন্যান্য অঙ্গ-সহযোগী আর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। রাস্তার মোড়ে মোড়ে যুব মহিলা লীগের নেতাকর্মীরা ফুল ছিটিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে স্বাগত জানান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের যৌথসভা আজ
আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার
‘নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিএনপির প্রতি জনগণের আগ্রহ নেই’
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh