• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩২৫ কিলোমিটার গণসং‌যো‌গে ব্যাপক সাড়া পে‌য়ে‌ছি: তা‌বিথ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০২০, ১৩:০২
বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল
বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল

ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কি‌লো‌মিটা‌রের বেশি পথ হেঁটে গণসং‌যো‌গে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখ‌তে চাই। বললেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

আজ বৃহস্পতিবার পৌ‌নে ১২টায় রা‌য়ের বাজার প্রেমতলা এলাকা থে‌কে গণসং‌যোগ শুরুর আগে পথ সভায় তিনি এসব কথা বলেন।

তা‌বিথ আউয়াল বলেন, প্রচারণায় সময় জনগ‌ণের কাছে গিয়েছি। গণসং‌যো‌গে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হ‌য়ে‌ছে। আমা‌দের প্রতিপক্ষরা গণ‌জোয়ার দেখে হামলা করছে। এতে কিছু কিছু প্রার্থী আহত হ‌য়ে‌ছেন।

তিনি বলেন, সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে, জনগণকে ভোটের মাধ্যমে এর জবাব দেয়ার আহ্বান জানান। জনগণের স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি‌সি এমাজ উদ্দিন আহ‌মেদ বলেন, এ ধানের শীষ খা‌লেদা জিয়া, তা‌রেক রহমানের ধানের শীষ, জনগ‌ণের ধানের শীষ। আপনারা তা‌বিথ আউয়াল‌কে ভোট দি‌য়ে জয় যুক্ত করুন। তরুণ প্রজ‌ন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন তোমা‌দের সময়। তোমরা তোমা‌দের যোগ্য নেতা‌কে বেছে নিবে। তা‌বিথ ধানের শীষের যোগ্য প্রার্থী।

এসজে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh