• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘বিজয়ী হলে যত্রতত্র পোস্টার লাগাতে দেব না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০২০, ১৬:৫৬
‘বিজয়ী হলে যত্রতত্র পোস্টার লাগাতে দেব না’
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, জনগণের ভোটে যদি নির্বাচিত হই তাহলে নগরের আর যত্রতত্র পোস্টার লাগাতে দেব না। নির্দিষ্ট কিছু জায়গা করে দেয়া হবে সেখানেই শুধু পোস্টার লাগানো যাবে। এর বাইরে শহরের কোথাও পোস্টার লাগানো যাবে না। আমরা চাই সুন্দর নগরী, বাসযোগ্য নগরী।

আজ বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ৩৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী গণসংযোগ শুরুতে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণার জন্য গতানুগতিক পোস্টার ব্যবহার নিষিদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বলে দিন এভাবে ক্যাম্পেইন করা যাবে না। আপনারা যদি বলেন ডিজিটাল ক্যাম্পেইন, অবশ্যই আমরা ডিজিটাল ক্যাম্পেইন করব।

তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে এডিস মশা নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব থাকবে। প্রথম দিন থেকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে এডিস মশা নির্মূলে কাজ করা হবে।

আতিকুল ইসলাম বলেন, গেল ৯ মাস ছিল ওয়ার্ম আপ, দায়িত্ব পেলে ৫ বছর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করব। এডিস মশা, যানজট, জলজট হলো আমাদের চ্যালেঞ্জ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ মাস পর টনক নড়ল ডিএনসিসির
চার হাজার ইমাম-মুয়াজ্জিনকে ঈদ সম্মানি দিলো ডিএনসিসি
ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
চিপসের প্যাকেট-ডাবের খোসাসহ পরিত্যক্ত দ্রব্যাদি কিনবে ডিএনসিসি
X
Fresh