• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০২০, ১৬:১৬
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি
ফাইল ছবি

আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (২২ জানুয়ারি) ৩টার দিকে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

বৈঠকে সিইসি বলেন, কোনও রকম গাফিলতির সুযোগ নাই, দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আসলে অবহেলার দায়িত্ব সংশ্লিষ্টকে নিতে হবে। এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন। তড়িৎ ব্যবস্থা নিলে সুষ্ঠু ভোট হতে বাধ্য।

তিনি বলেন, ভোটারদের অধিকার হরণ না হয় তার জন্যই ইভিএম এ ভোটগ্রহণ। ভুয়া ভোটার ও নির্বাচনের অনিয়ম বন্ধ হবে ইভিএম এর মধ্য দিয়ে। এখন পর্যন্ত সবার সহযোগিতায় পরিবেশ সুন্দর আছে।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ২ সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh