• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভোটের দিন ঢাকায় শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০২০, ১৯:২৭
সিটি করপোরেশন নির্বাচন,

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিন নির্বাচনী এলাকায় শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার দুপুরে ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

শিল্প, বাণিজ্য ও শ্রমকল্যাণ সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করবে। সাধারণ ছুটি উপলক্ষে সরকারি/বেসরকারি সব অফিস/প্রতিষ্ঠান/সংস্থা বন্ধ থাকবে। ভোট গ্রহণের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকার শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।’

পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি। এবারই প্রথম ঢাকার সবগুলোর ভোটকেন্দ্রে ভোট হচ্ছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
X
Fresh