• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাঈদ খোকন সমর্থন দিচ্ছেন, নির্বাচনী বিধির কারণে প্রচারে নামছেন না: তাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০২০, ১৮:১২
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

নির্বাচনী বিধির কারণে বিদায়ী মেয়র সাঈদ খোকন সরাসরি প্রচারে নামতে না পারলেও তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। বললেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে গণসংযোগ শুরুর আগে তিনি সাংবাদিকদের তিনি একথা বলেন।

সাঈদ খোকনের কাছ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন- এ প্রশ্নে তাপস বলেন, তিনি এখনও মেয়র হিসেবে আছেন, সুতরাং আচরণ বিধি লঙ্ঘন করে তার কাছে কোনো সহযোগিতা আমরা প্রত্যাশা করি না। তবে তিনি সব সময় আমাকে সমর্থন দিয়ে চলেছেন।

তিনি বলেন, মনোনয়ন না পাওয়ায় তিনি হয়ত মনে একটু কষ্ট পেয়েছেন। কিন্তু দলগতভাবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। সর্বস্তরের নেতা-কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের মাঠে থেকে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য, দক্ষ সেবক নির্বাচিত করবে। সেখানে আমরা লক্ষ্য করছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন হিসেবে নিচ্ছে না। তারা এই নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে নিচ্ছে, তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন হিসেবে নিচ্ছে। আমরা ঢাকাবাসীর সেবা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য নেমেছি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh