• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তাবিথের ওপর হামলার তদন্তের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০২০, ১৭:৫৫
তাবিথের ওপর হামলার তদন্তের নির্দেশ
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৫৮তম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, তাবিথের ওপর হামলার বিষয়ে কমিশনের কাছে বিএনপি তাৎক্ষণিকভাবে অভিযোগ করেছে। কমিশন সেটি শুনে সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য।

তিনি জানান, বিএনপি আবেদন করলেও ঢাকা দুই সিটি নির্বাচনে ইভিএম বাতিলের সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, বিএনপি'র সাধারণ অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম উপনির্বাচনে ভোট বাতিলের সিদ্ধান্তের বিষয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh