• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তাবিথের প্রচারণায় হামলার অভিযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০২০, ১২:৪০
গাবতলীতে তাবিথের প্রচারণায় হামলার অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রচার চালানোর সময় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তাবিথ আউয়াল আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাবতলীতে নির্বাচনী প্রচার চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাবিথ আউয়াল গাবতলীর পর্বতা সিনেমা হলের কাছে কলাবাজার এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাবিথ ও তার কর্মীদের ওপর হামলা চালান। এ সময় তাবিথের ওপর কয়েকটি ডিম ছোড়া হয়। তার কয়েকজন কর্মীকে লাঠি দিয়েও আঘাত করা হয়। তাবিথের গায়ে একটি ইট এসে পড়ে। এতে তিনিও আহত হন।

এ সময় হামলাকারীদের সঙ্গে তাবিথের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনার পর উপস্থিত সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, আমাকে টার্গেট করেই প্রতিপক্ষের দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় আমাদের মিছিলের পেছন থেকে এ হামলা চালানো হয়। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনও প্রতিরোধ কিংবা সন্ত্রাসীদের আটকে কোনও উদ্যোগ নেয়নি।

বিএনপি কর্মীরা অভিযোগ করেন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (ঠেলাগাড়ি প্রতীক) মুজিব সরোয়ারের মাসুমের নেতৃত্বে 'জয় বাংলা স্লোগান দিয়ে' এ হামলা চালানো হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
আওয়ামী লীগের যৌথসভা আজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
X
Fresh