• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কতটা নাগরিক সুবিধা পাচ্ছেন কড়াইল বস্তিবাসী? (ভিডিও)

দীপ্ত চন্দ্র পাল, আরটিভি

  ২০ জানুয়ারি ২০২০, ১৩:২৯
কতোটা নাগরিক সুবিধা পাচ্ছে কড়াইল বস্তিবাসী

ভাঙা সড়ক, মশার উপদ্রব, পয়ঃবর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না থাকাসহ হাজারো সমস্যায় জর্জরিত ঢাকা উত্তরের কড়াইল বস্তি। একই চিত্র পাশের সাততলা বস্তিবাসীরও। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলেই সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রার্থীরা, নির্বাচন শেষে যা ভুলে যান। তাই এবার প্রার্থীদের কাছে নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি চান স্থানীয়রা।

এ যেন আলোর নিচে অন্ধকার। অভিজাত এলাকা গুলশানের কোল ঘেঁষে রাজধানীর অন্যতম অবহেলিত জনপদ কড়াইল বস্তি।
পানি, গ্যাস, বিদ্যুতের কোনও বৈধ সংযোগ এখানে নেই। নেই কোনও সড়ক বাতি, সন্ধ্যা নামলে মশার অত্যাচারে টেকা দায়।

এই বস্তিতে প্রায় ৩৫ হাজার মানুষের বাস। বস্তিবাসী জানান, জীবন ধারনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা তারা নিজেদের উদ্যোগেই করেছেন।

পাশের ওয়ার্ডের সাততলা বস্তিবাসীর অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীদের কাছ থেকে কেবল আশ্বাসই পেয়ে এসেছেন তারা। তবে নির্বাচিত হলেও সমস্যার সমাধান করেননি কেও।

১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা জানান বস্তিবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পনা নেয়া হয়েছে।

নগরবিদরা বলছেন, কোনও এলাকাকে বঞ্চিত করে আধুনিক ঢাকা গড়া সম্ভব না। এ জন্য সব এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh