• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সামনে আরও নাটক দেখতে পারি: তাবিথ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০২০, ১৪:২৬
সামনে আরও নাটক আমরা দেখতে পারি: তাবিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য, ভোটারদের অধিকার রক্ষা করার জন্য আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ভোটারদের জানাতে চাই, নির্বাচন কমিশন চেষ্টা করবে নির্বাচনকে বিতর্কিত করার জন্য। সামনে আরও নাটক আমরা দেখতে পারি। নির্বাচন যে তারিখেই হউক আমরা প্রস্তুত।

আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১০ এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, ঢাকার সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার যোগ্যতা নির্বাচন কমিশনের নেই। সুষ্ঠু নির্বাচন যে করতে পারবেন না এ প্রমাণ উনারাই দিচ্ছেন। তিনি বলেন, ভোটের তারিখ পেছানোটাই তো সবচেয়ে বড় প্রমাণ। তফসিল ঘোষণার দিন থেকে সবাই বলে আসছে, তবুও একটা বিতর্কিত তারিখ উনারা নির্ধারণ করেছিল। এমনকি তিনদিন আগেও বলেছে, একই সঙ্গে স্কুলে নির্বাচন ও পূজা চলবে।

তিনি বলেন, আগামী দিনগুলোতে আমরা শুনতে চাই যে, কমিশন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কি ধরণের ব্যবস্থা নেবে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh