• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পুজোর দিন নির্বাচনের তারিখ হওয়ায় তাপসের দুঃখ প্রকাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০২০, ১৪:০৮
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পুজোর দিন নির্বাচনের ক্ষণ নির্ধারিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ রাজপথে নেমে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মনোনীত প্রার্থী ফজলে নূর তাপস।

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ডেমরা সড়কে নির্বাচনী পথ মিছিলে তিনি এই মন্তব্য করেন।

ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণা চালানোর সময় মানুষের ভিড়ে বন্ধ হয়ে যায় রাস্তা।

এ প্রসঙ্গে তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। তবে তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। পাঁচটি বিশেষ মডেল নির্ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি উন্নয়নে তিনি কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
X
Fresh