• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিরক্ত ইশরাক, আর করবেন না নালিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০২০, ১৬:৪১
মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
মেয়র প্রার্থী ইশরাক হোসেন

আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, পোস্টার লাগাতে গেলে হুমকি দেয়া হচ্ছে। তাই আমরা আর কোনও অভিযোগ দেব না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী বাজারে পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণার শুরুতেই এসব কথা বলেন ইশরাক।

ইসির ওপর বিরক্ত ইশরাক বলেন, জনগণকে সাথে নিয়ে সব অপশক্তি মোকাবিলা করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাব। কারও কোনও বাধা আমরা মানব না। আর কোনও নালিশও কাউকে দেব না। মহান আল্লাহ তায়ালার ওপর ভরসা আছে। আমাদের সঙ্গে জনগণ রয়েছে। জনগণই আমাদের শক্তি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার মানুষকে উন্নয়নের গল্প শোনায়। স্যাটেলাইট পাঠাচ্ছে, অমুক সেতু তমুক সেতু কিন্তু এগুলো সবই আসলে দুর্নীতির প্রজেক্ট। প্রত্যেকটা মেগা প্রজেক্ট করছে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

ইশরাক বলেন, সিটি নির্বাচনে এ লড়াই ইশরাক হোসেনের একার নয়। এটি ধানের শীষের লড়াই, জনগণের লড়াই, গণতন্ত্রের লড়াই। আপনারা সেই লড়াইয়ে শরিক হবেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থায়ী জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এসএসসি পাসেই আবেদন
শপথ গ্রহণের পর যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস
X
Fresh