logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

টং দোকানে চা বানিয়ে খাওয়ালেন আতিকুল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৩ জানুয়ারি ২০২০, ২০:৩৩ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:০১
টং দোকানে চা বানিয়ে খাওয়ালেন আতিকুল
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম গণসংযোগ চলাকালে  একটি টং দোকানে ঢুকে চা বানাতে বসে যান। এরপর নিজেই চা বানান। এসময় আগ্রহভরে মেয়রপ্রার্থীর বানানো চা নিতে থাকেন তার সঙ্গে যাওয়া সমর্থক ও দোকানে বসে থাকা লোকজন। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) আফতাবনগর দিয়ে গণসংযোগ চালানোর সময় এই ঘটনা ঘটে। এসময় ওই চা দোকানের সামনে ভিড় লেগে যায়।

জানা যায়, ইয়াসিন নামে একজনের টং দোকানে বসে আতিকুল আট কাপ চা বানান। নিজের বানানো চা পরিবেশন করে বেরোনোর সময় ইয়াসিনকে ৮০০ টাকা দেন এই মেয়রপ্রার্থী।

নির্বাচনের প্রতীক পাওয়ার পর গেল ১০ জানুয়ারি উত্তরা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত এ মেয়র প্রার্থী।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর সর্বশেষ
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়