• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উন্নয়নের বার্তা নিয়ে ছুটছেন আতিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০২০, ১৩:০৩
আওয়ামী লীগ
মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোট চাইছেন নাগরিকবাসীর কাছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোট চাইছেন নাগরিকবাসীর কাছে।

রোববার সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগকালে সাধারণ নাগরিকদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইছেন তিনি।

ভোট চেয়ে তিনি বলছেন, উন্নয়ন চলছে, চলবে। এ শহরের উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেয়ার পালা। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই। ৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন।

আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন জানান, এই এলাকায় গণসংযোগ শেষে আতিকুল ইসলাম উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে নেতাকর্মীদের নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেবেন। এরপর কসাইবাড়ি রেলগেট, কাঁচপুরা, উত্তরখান, দক্ষিণখান, ময়নারটেক, ফায়দাবাদ হয়ে আব্দুল্লাহপুর হয়ে তুরাগ, কামারপাড়া, নয়ানগর মাদরাসা, রানাভোলা হয়ে বাওনিয়া এলাকায় গণসংযোগ করবেন।

গত শুক্রবার আতিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখ প্রান্ত থেকে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
‘বিএনপির কারণে এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
X
Fresh