• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তাবিথের নির্বাচনী কার্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০২০, ০৯:৪৯
তাবিথ আউয়াল, বিএনপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী কার্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলামোটরে এফ হক টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন ছাত্রদল নেতা আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম আবু জাফর, কার্জন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম, এস এম হলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, মুহসীন হলের যুগ্ম আহ্বায়ক হাসান, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক মাসুদ রানা।

জানা গছে, ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা বিরাজ করছিল। সম্প্রতি বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। ওইসব বহিষ্কৃত নেতাদের অনুসারীরা তাদের নির্বাচনী অফিসে এসে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান বলেন, আমরা নিয়মিত কাজ শেষ করে অফিস থেকে বের হয়েছিলাম। তাবিথ আউয়ালের অফিসের নিচে নামতেই প্রায় ২০ থেকে ২৫ জন রড ও হকিস্টিক দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ : নাছিম
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
‘ফিডার খাইয়ে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, ভেবেছিল বিএনপি’
X
Fresh