• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০২০, ১৫:১৮
৩০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে এ পর্যন্ত ৩০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন ডিএনসিসির রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।

মো. আবুল কাসেম বলেন, সাধারণ ওয়ার্ডে ৩৫৮ জনের মধ্যে ৩০ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। একইসঙ্গে সংরক্ষিত আসনে ৮৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। মেয়র পদে এখন পর্যন্ত ৬ জন প্রার্থী রয়েছেন। কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।

তিনি জানান, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা সরাসরি প্রচারণায় অংশ নিতে পারবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh