• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে ৯ ও খুলনায় ৫ মেয়রপ্রার্থীর লড়াই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৮, ২২:১০

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যথাক্রমে ৯ ও ৫ অর্থাৎ ১৪ মেয়রপ্রার্থীর লড়াই হবে।

মনোনয়ন বাছাইয়ের শেষদিন রোববার আগামী ১৫ মে অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদের জন্য এই ১৪ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, ১৮ জন মেয়র পদের মনোনয়নপত্র নিলেও জমা দেন ১০ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এখন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

মেয়রপ্রার্থীরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. হাসান উদ্দিন সরকার, জাসদের মো. রাশেদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর জামায়াতের সভাপতি এস এম সানাউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন।

--------------------------------------------------------
আরও পড়ুন : আচরণবিধি লঙ্ঘন করে জিসিসিতে মনোনয়নপত্র দাখিল
--------------------------------------------------------

এদিকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ মেয়রপ্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কাউন্সিলর পদে ১৮৯ জনের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।

খুলনায় মেয়রপ্রার্থীরা হলেন খুলনা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাম্মেল হক, সিপিবির মিজানুর রহমান এবং জাতীয় পার্টির এস এম মুশফিকুর রহমান।

উল্লেখ্য, দুই সিটিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • সিটি করপোরেশন নির্বাচন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
X
Fresh