• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরী করা হবে: রেজাউল করিম চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬
চট্টগ্রামকে পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে: রেজাউল করিম চৌধুরী
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে অভ্যর্থনা জানান স্থানীয় আওয়ামী নেতা-কর্মীরা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ বান্ধব একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার বিকেলে চট্টগ্রাম পুরোনো রেলস্টেশন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চট্টগ্রামে আগমন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।

এ সময় রেজাউল করিম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করবো। মেয়র নির্বাচিত হলে সমন্বিতভাবে নগরীর উন্নয়ন করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

অভ্যর্থনা অনুষ্ঠানে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh