• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, দেশে কমবে কবে

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ২২:৩৫
জ্বালানি তেল

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে সম্প্রতি দেশের বাজারে তেলের দাম বাড়িয়ে দেয় সরকার। কিন্তু এবার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে এখন পর্যন্ত দাম কমানোর ঘোষণা আসেনি।

করোনার নতুন ধরনের কারণে গত ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি ১০ ডলার ২২ সেন্ট কমে ৬৮ ডলারে নেমে এসেছিল। গত দুই দিনে তা কিছুটা বেড়ে ফের ৭০ ডলারের ওপরে উঠে। তবে মঙ্গলবার প্রতি ব্যারেলে ২ ডলার ০৭ সেন্ট বা ৩ দশমিক ০৫ শতাংশ কমে ৬৭ ডলার ৮৮ সেন্টে নেমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের এই দর ২০২০ সালের এপ্রিলের পর সবচেয়ে কম। তেলের দাম আরও কমতে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকার সময় রাত সাড়ে ৭টায় প্রতি ব্যারেল অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেল ৬৭ ডলার ০৭ সেন্টে বিক্রি হয়েছে। এই দর আগের দিনের চেয়ে ২ ডলার ০৭ সেন্ট বা ৩ দশমিক ০৫ শতাংশ কম।

ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ৩৭ সেন্ট বা ৩ দশমিক ৩৩ শতাংশ কমে ৭১ ডলার ০৭ সেন্টে বিক্রি হয়েছে।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিশ্ব বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
জ্বালানি তেলের দামে দুঃসংবাদ
X
Fresh