• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বায়রার নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২১, ১৫:২২
Bayer's election postponed for 4 weeks
ফাইল ছবি

বিদেশে জনশক্তি প্রেরণকারীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)’-এর নির্বাচনের তফসিল ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করেছেন আদালত। রোববার (৩১ অক্টোবর) বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১১ ডিসেম্বর বায়রার নির্বাচন হওয়ার কথা ছিল। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রিটকারির আইনজীবী ছিলেন ব্যারিস্টার আকতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

ব্যারিস্টার রাশনা ইমাম গণমাধ্যমকে জানান, ‌‘বায়রা নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় যাদের নাম ছিল, কারণ দর্শানো ছাড়া চূড়ান্ত তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা চাওয়া হয়। সেইসঙ্গে পুরাতন তফসিল অনুযায়ী নির্বাচন হলে নতুন যে ৬৫ জন সদস্য হয়েছেন, তারা বাদ পড়বেন। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আর্জি করা হয় রিট আবেদনে।’

কেএফ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিশ্ব বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজীগঞ্জে ব্যালটে প্রতীক ভুল, নির্বাচন স্থগিত
X
Fresh