• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৩ বছরের মধ্যে সর্বোচ্চ দামে তেল

আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৮:১২
তেল

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের সময় অর্থনীতি যখন বিপর্যস্ত, প্রবৃদ্ধি ঋণাত্মক, মন্দায় বেশির ভাগ দেশ, আয় কমে গেছে সাধারণ মানুষের, ঠিক তখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের বাজার। বিশ্ববাজারে প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে অপরিশোধিত তেলের দাম।

জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরের পর বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রবণতা চলতি মাসে (জুন) সর্বোচ্চ অবস্থানে উঠেছে তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে সাড়ে ৪ শতাংশের ওপর। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪ শতাংশ এবং হান্টিং অয়েলের দাম ৪ শতাংশ বেড়েছে।

২০২০ সালের এপ্রিলে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে অপরিশোধিত তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ দরপতনে নেমে আসে। প্রতি ব্যারেল তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। কিন্তু এখন ফের তেলের দাম ঊর্ধ্বমুখী অবস্থানে এসেছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫০ ডলারের নিচে থেকেই ২০২০ সাল শেষ হয়। নতুন বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬০ ডলারে উঠে আসে।

এরপর ঊর্ধ্বমুখী হতে থাকে তেলের দাম বাড়ার প্রবণতা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ৫৬ ডলার বেড়ে ৬৯ দশমিক ৩৮ ডলারে উঠে এসেছে। ফলে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৪ দশমিক ৬১ শতাংশ। মাসের ব্যবধানে বেড়েছে ৫ দশমিক ৭১ শতাংশ।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বিশ্ব বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : স্টোর কিপারের ৩ বছরের কারাদণ্ড
অবশেষে ১৩ বছরের অভিমান ভাঙল শুভশ্রীর
রাজধানীতে ১৩ বছরের স্কুলছাত্রীর আত্মহত্যা
X
Fresh