• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

১১ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজার বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০২০, ১৬:৫৭
১১ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজার বন্ধ
ফাইল ছবি

আগামী ১১ এপ্রিল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে বিদ্যমান কঠিন পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে ডিএসই এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি, এর সঙ্গে যুক্ত হয়ে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ডিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ বন্ধ থাকবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • শেয়ারবাজার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাতেই
‘বৈশাখ মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়’
X
Fresh