• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কঠোর লকডাউনে যেভাবে চলবে শেয়ারবাজার

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ১৭:১৩
শেয়ারবাজার

করোনা সংক্রমণ কমাতে ঈদের পর কঠোর বিধি-নিষেধের মধ্যেও শেয়ারবাজারের লেনদেন চলবে।

কোরবানির ঈদ সামনে রেখে আটদিন কঠোর বিধি নিষেধ শিথিল করা হয়েছে। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যেও শেয়ারবাজারের লেনদেন চলবে। ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে ঈদের পর শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার থেকে ঈদের ছুটির ১৯ জুলাই পর্যন্ত শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে। ২১ জুলাই ঈদ হওয়ার কারণে ঈদের আগে শেয়ারবাজারে আর লেনদেন হবে তিনদিন।

ঈদের ছুটি শেষে ২৫ জুলাই থেকে ব্যাংকের মতো শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শেয়ারবাজার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ মার্চ)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ মার্চ)
X
Fresh