• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আর্থিক ক্ষতি আদায়ে বিসিকের বিরুদ্ধে মামলার ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৭, ১৭:৫৮

গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিছিন্ন করায় ট্যানারির উৎপাদন বন্ধ রয়েছে। ফলে যত ধরনের ক্ষতি হচ্ছে তা বিসিককে দিতে হবে। এ বিষয়ে কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই বিসিকের বিরুদ্ধে মামলাও করা হবে।

বললেন বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

শনিবার রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এসময় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ঐক্য পরিষদ সাভারের চামড়া শিল্পনগরীতে গ্যাস-বিদ্যুতের সংযোগ দেয়াসহ ৯ দফা দাবি আদায়ে নানা কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ও হাইড অ্যান্ড স্কিন রিটেইল ডিলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা, ১৮ এপ্রিল ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ঢাকা ট্যানারি মোড়ে সকাল ১০টায় সমাবেশ।