• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৮, ২২:০১

শনিবার রেকর্ড পরিমাণ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এতে বলা হয়, গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এই বছরের ১৯ মার্চ উৎপাদিত ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

পরবর্তীতে ২৪ এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট ও ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগে ১৫ মার্চ ৯ হাজার ৭১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

গত বছরের ১৮ নভেম্বর ৯ হাজার ১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগের বছর ২০১৬ সালের ৩০ জুন উৎপাদিত হয় ৭ হাজার ৪৮৫ মেগাওয়াট বিদ্যুৎ।

--------------------------------------------------------
আরও পড়ুন : রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
--------------------------------------------------------

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৭ লাখ। বিদ্যুৎ সুবিধা পায় মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশ। এবারের গ্রীষ্মে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয়েছে ১২ হাজার মেগাওয়াট।

দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • বিদ্যুৎ ও জ্বালানি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
X
Fresh