• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতু প্রকল্পে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি: প্রকল্প পরিচালক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০২০, ১২:০৬
২০২৪ সালের মধ্যে পদ্মায় রেল সেতু চালু: রেল সচিব
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এবং রেলের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ শেষে বৈঠক, ছবি: আরটিভি

পদ্মা সেতু প্রকল্পের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী। ২০২৪ সালের মধ্যে পদ্মা ব্রিজের রেল অংশ চালু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এবং রেলের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে এসে মঙ্গলবার সকালে এসব কথা বলেন তিনি।
ফখরুদ্দিন এ চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে জনবল এবং যন্ত্রপাতির কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে তা সমাধানে কিছু পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত লি জি মিং। তিনি বলেন, চায়না ইতোমধ্যে করোনোভাইরাস মোকাবেলায় সক্ষম হচ্ছে এবং শিগগিরই বাণিজ্যে ফিরে আসছে।

তিনি আরও বলেন, অনেক দেশেই করোনাভাইরাস ছড়িয়ে পরেছে। দেশের প্রতিটি বন্দরেই শুধু চীনা নাগরিককে নয়, প্রতিটি মানুষকে স্ক্র্যানিংয়ের আওতায় এনে করোনাভাইরাস আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • উন্নয়নের খবর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘২০২৪ সালেই বিয়েটা করে ফেলব’
২০২৪ সালের কোটায় শুরু হচ্ছে ইতালির স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’
১৯৯৬ সালের ক্যালেন্ডারেই চলবে ২০২৪ সাল!
‘২০২৪ সালেই সরকারের পতন হবে’
X
Fresh