• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পদ্মা সেতুতে আরও একটি স্প্যান বসছে আজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৯, ০৮:৪৯
পদ্মা সেতু স্প্যান
ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার বসবে পদ্মা সেতুর ১৭তম স্প্যান ‘৪ডি’। এ স্প্যানটি বসবে (শরিয়তপুরের প্রান্তে) প্রশাসনিকভাবে মাদারীপুর প্রান্তের ২২ ও ২৩ নম্বর পিলারের (পিয়ার) ওপর। এটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ২৫৫০ মিটার।

আজ মঙ্গলবার সকালে নয়টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যের আর তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে নিয়ে ‘তিয়ান ই’ ক্রেন মাদারীপুর প্রান্তের ২২ ও ২৩ পিলারের উদ্দেশে রওয়ানা হবে।

এর আগে চলতি বছরের ১৯ নভেম্বর বসানো হয় ১৬তম স্প্যান (৩ডি)। প্রায় সাত দিনের মাথায় বসানো হতে যাচ্ছে এই ১৭ তম স্প্যান ‘৪ডি’।

পদ্মা সেতুর প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদির আরটিভি অনলাইনকে জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ১৭তম স্প্যানটি আজ মঙ্গলবার বসানো হবে।