• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১০ তরুণকে পুরস্কৃত করবে জেসিআই

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৫

বিভিন্ন খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আট ক্যাটাগরিতে ১০ তরুণকে পুরস্কার দেবে স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (জেসিআই, বাংলাদেশ)।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম।

ইরফান ইসলাম বলেন, 'জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন। জেসিআই বর্তমানে বিশ্বের ১২০টির বেশি দেশে কাজ করছে। জেসিআই বাংলাদেশে বিভিন্ন বিভাগে অর্জিত সাফল‌্যের স্বীকৃতি দেবে। ব্যবসায়িক অর্জন, নেতৃত্ব, চিকিৎসা, সংস্কৃতি, পরিবেশ, খেলাধুলা, প্রযুক্তি, মানবিক উদ্যোগের ক্ষেত্রে থাকবে পুরস্কার।’

তিনি আরো বলেন, 'বাংলাদেশের তরুণদের স্বীকৃতি দিয়ে জেসিআই তাদের উৎসাহিত করার চেষ্টা করছে। এর মধ্যে দিয়ে জেসিআই বাংলাদেশ দেশের ভবিষ্যৎ নেতাদের প্রস্তুত করছে, যারা উন্নত সমাজ গঠনে ভূমিকা পালন করবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ সেপ্টম্বর সন্ধ্যা ৬টায় রেডিসন হোটেলে এই দশ তরুণের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • করপোরেট কর্নার এর পাঠক প্রিয়
X
Fresh