logo
  • ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ৭ কার্তিক ১৪২৬

ডেঙ্গু রোধে আরটিভি ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’র মানববন্ধন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৬ আগস্ট ২০১৯, ২০:৪৩ | আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০২
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ‘জমা পানির ক্ষমা নাই’ শ্লোগানে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করল আরটিভি ও ‘ডেটল-হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’। রাজধানীর আজিমপুরে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য আয়োজন করা হয় এই কর্মসূচির। 

দেশজুড়ে এখনো ডেঙ্গু আতঙ্ক। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ছিল আরটিভির এই আয়োজন। ‘জমা পানির ক্ষমা নাই’- শ্লোগানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ‘শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয়’ ও ‘নতুন পল্টন লাইন স্কুল এন্ড কলেজ’র শিক্ষার্থীদের ডেংগু নিয়ে সচেতন করা হয়। 

এরপর উত্তরণ সংঘ সংসদকে সঙ্গে নিয়ে ইরাকি মাঠে মানববন্ধন করা হয়। জানানো হয় ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধে কাজ করতে হবে সবাইকে এক সঙ্গে। 

এসময় আরটিভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ সাবাব আলী আরজু, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মাছুদুল আমিনসহ আরটিভির কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।  

আরটিভি ও ‘ডেটল-হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর উদ্যাগে এই ডেঙ্গু বিষয়ে সচেতনতা কর্মসূচি চলবে বলে মানববন্ধন থেকে জানানো হয়। 

জিএ 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়