• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে এসএসসি '৯৮ ব্যাচের মিলনমেলা

ঢাবিতে এসএসসি-৯৮ ব্যাচের মিলনমেলা আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০১৯, ১৭:১৪

১৯৯৮ সালে এসএসসি এবং ২০০০ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ফেসবুক গ্রুপটির সদস্যরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, বর্তমানে ফেসবুক গ্রুপটির সদস্য প্রায় ৮,০০০। গ্রুপের ৯০ ভাগ সদস্যই একে অপরের অপরিচিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের সূত্র ধরে মিলনমেলায় এসেছিলেন। শুক্রবারের ওই ইফতারে ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিনশত শিক্ষার্থী অংশ নেন।

গ্রুপটিতে মোট সাতজন এডমিন কাজ করছেন। তাদেরই একজন নাদিয়া নিতু। তিনি জানান, শুরুতে সদস্য সংখ্যা কম থাকলেও এখন প্রায় আট হাজার সদস্যের প্রাণবন্ত গ্রুপ এটি। সবাই দেশ এবং বিদেশের বিভিন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। নিজ নিজ কর্মক্ষেত্রেও সবাই প্রতিষ্ঠিত। বেশিরভাগ সদস্য একে অপরকে সরাসরি না চিনলেও দীর্ঘদিন ধরে সবাই সক্রিয় থাকায় আন্তরিকতার কোনও অভাব ছিল মিলনমেলায়।

ফেসবুক গ্রুপটির ঠিকানা: https://www.facebook.com/groups/227357071142309/

এসজে

মন্তব্য করুন

daraz
  • করপোরেট কর্নার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
এসএসসির ফল কবে, জানাল বোর্ড
X
Fresh